শ্রীমঙ্গল গ্যাস সিলন্ডারের আগুনে পুরে দুই পরিবার নিঃস্ব

মোঃইমরান হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের পাশে সাবেক সেনা সদস্য নৃপেশ চন্দ্র দেব ও তার বড় ভাই নিবারন দেবের বাড়ি-ঘর, গরু-ছাগল, হাঁস-মুরগি ও বাড়ির আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (১৩ জানুয়ারি) সোমবার রাতে গ্যাস সিলেন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ সময় বাড়ির ভেতরে থাকা ১টি গরু, ২টি ছাগল, হাঁস- মুরগি, এবং সব ধরনের আসবাবপত্র আগুনে পুড়ে বিষ্মুবত হয়ে গেছে। মর্মান্তিক এ ঘটনায় নিঃস্ব হয়ে পথে বসেছে পরিবার দুটি। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে পরিবার দুটির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। সাবেক মেয়র মহসিন মিয়া মধু ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন নৃপেশ চন্দ্র দেব ও বিবারন দেবের বাড়ির পরিদর্শন করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটির হাতে তাৎক্ষণিক ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা আর্থিক অনুদান ও শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।পরিদর্শন শেষে পরিবার দুটির বাড়ি নির্মাণ, খাওয়া-দাওয়া, শীতবস্ত্র প্রধান সহ সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। এ সময় পরিবার দুটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সাবেক মেয়র’ বিএনপি নেতা মহসিন মিয়া মধু এবং উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তখন উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবদল নেতা ও সমাজসেবক আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা শিপু আহমেদ প্রমুখ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *