শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিয়ে মতবিনিময়

মোঃইমরান হোসেন শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘যুগোপযোগি আলেমে দ্বীন ও আদর্শ নাগরিক তৈরির প্রত্যয়’ নিয়ে প্রতিষ্ঠিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিয়ে এক মতবিনিময় সভা রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালিঘাট রোডের জহুরা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক ও সাংবাদিক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাদিকুর রহমান ও আলী আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম আল আমিন, ব্যবসায়ী রবিউল ইসলাম মুন্সি, আলা মিয়া, মুহাম্মদ কালু গাজী, ইরফান উল্লাহ খান, শাহ আলম, রুহুল আমিন। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মুহাইমিন, হাবিবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল জব্বার কমপ্লেক্স জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা রজব আলী। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মোঃ এহসানুল হক বলেন, আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। এ মাদ্রাসাটি হবে ইলম-আমলের সমন্বয়ে যুযোপযোগি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কুরআন মাজিদ ও দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, সাধারণ জ্ঞান, সমাজ, ড্রয়িং, কম্পিউটার তথা জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও সময়ের সেরা শিক্ষা ব্যবস্থাপনায় শিশুর প্রাথমিক শিক্ষার ভীত হবে অসাধারণ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ বলেন, সদ্যপ্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ইলমে দ্বীন শেখানোর পাশাপাশি আমলের প্রতি গুরুত্ব দিয়ে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতেও মাদরাসাটি ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা ও দেয়া হবে। এই প্রতিষ্ঠানের নিবেদিত শিক্ষকমন্ডলীর সহচর্যে গড়ে উঠুক আপনার সন্তানের কাঙ্খিত ভবিষ্যৎ, এমনই এক মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার যাত্রা। মতবিনিময় সভায় স্কুলের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *