শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ২৪ ঘন্টার ভেতর টমটম চালককে নির্মমভাবে খুনের সাথে জড়িত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩০) বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে সে পুলিশের নিকট স্বীকার করে টমটম ছিনতাই করার উদ্দেশ্যে সে ও তার সাথে আরও চারজন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের ( ৩০) কে চা বাগানের ভেতর নিয়ে খুন করে। এ ঘটনায় পুলিশ তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য টমটম চালককে গত সোমবার রাত ১১ টায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে অজ্ঞাত কোন ব্যক্তি কালিঘাট চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়। নিহত টমটম চালকের ছোট ভাই আবুল বাসার জানান সারা রাত তার ভাইকে খোঁজে পাচ্ছিলেন না। সকাল বেলা তারা খবর পেয়ে কালিঘাট চা বাগানের ভেতর ১১ নং সেকশনে গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে ও বুকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে খুন করে লাশ ফেলে রেখে যায়। এসময় তার ভাইয়ের টমটমটি পাওয়া যায়নি। তার ধারনা ছিল টমটমটি চুরি করে বা অন্য কোন উদ্দেশ্যে কেউ তার ভাইকে খুন করেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) মোবারক হোসেন খাঁন জানান,তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা টমটম চালকের খুনি জসিমকে আটক করতে সক্ষম হই। সে ও তার সাথীরা টমটম ছিনতাই করার জন্য নির্মমভাবে আবুল খায়েরকে খুন করে। বাকী আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।