রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কৃতি শিক্ষার্থী হিসেবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হাত থেকে অ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়ার দুই সাংবাদিকের পূত্র। রবিবার (০৮ জুলাই) দুপুরের দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সংগঠনের নিজস্ব হলরুমে এ আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যের সন্তানদের মধ্যে যারা ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে কুষ্টিয়ার কৃতি সাংবাদিক দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেনের সন্তান সাদিত হোসেন সাফা ও নিউজ ২৪ টিভির স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মো. জাহিদুজ্জামানের সন্তান সুভেনির জাহিদ ২০২৪ সালে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য কৃতিদের সঙ্গে কুষ্টিয়ার দুই সাংবাদিকের সন্তান অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হাত থেকে ফুল নিয়ে সংবর্ধিত হন। অ্যাওয়ার্ড হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী। দেন এককালীন বৃত্তির অর্থও। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাই সেই ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানিয়েছেন। সরকারি চাকরিতে কোটার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে রায়ের জন্য অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের অনেকেই দেশের বাইরে অপপ্রচার করে যে, বাংলাদেশে রাজনৈতিক সভা-সমাবেশ বা সংগঠন করতে নাকি নিষেধ, চ্যালেঞ্জ করে তারা সমালোচনা করতে চায়। “আজকে যারাই আন্দোলন করছেন, এ আন্দোলনে তাদের যে একটা রাজনৈতিক অধিকার হিসেবে স্টে (অবস্থান) করতে পারছেন; এটা কি প্রমাণ হয় না বাংলাদেশে রাজনৈতিক অধিকারের প্রশ্নে, বাকস্বাধীনতার চর্চার প্রশ্নে, আমাদের সরকারের কারও ওপরে কোনও বিধিনিষেধ নেই। মানুষের বাকস্বাধীনতা অবশ্যই আছে। ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য এজেডএম শফিউদ্দিন শামীম। আরো বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, এসবিএসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুল আজিম। অনুষ্ঠানে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।