শাকিল আহম্মেদ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নির্দেশে ভোলাবো ইউনিয়ন যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ । ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী রেজাউল হক। এতে বক্তব্য রাখেন ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লা মিয়া,ভোলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে দায়ের করা, ফাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারকে কাজ করতে হবে।