আলাউদ্দীন মন্ডল, রাজশাহী: রাজশাহীতে ডেসটিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার সময় ডেসটিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক ঔক্য ফোরাম (ডিডাফ) এর ২০ তম সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর মুক্তি দিয়ে দেশের বেকারত্ব দুর করার দাবিতে, ডেসটিনির কার্যক্রম চালু করে, ডেসটিনির ৪৫ লক্ষ পরিবারের কর্মক্ষেত্র ফিরিয়ে দিয়ে, দেশের বেকারত্ব দূরিকরনে বিনিতভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি সহযোগিতা চাওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগের প্রধান নির্বাহী কাবেরুল ইসলাম (সোনারুল)। তিনি বলেন, সবাইকে এক হয়ে ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। কেননা আমরা আমাদের স্বপ্ন পুরনের দোড়গোড়ায় পৌছে গেছি। রাত্রি ভোর হয়ে গিয়েছে, শুধু সকালের সূর্য উঠা বাকি, তাহলেই আমরা পরিস্কার আলোই ভরা সকাল দেখবো। তাই আমরা আমাদের কাজগুলো সৎ ও দৃড়তার সাথে করে যাবো। এ সময় আমরা ঘুমিয়ে থাকবোনা। বর্তামান সরকার প্রধানের সহযোগীতায়, বর্তামান সরকারের সাথে এক হয়ে,বেকার মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রধনান কাবেরুল ইসলাম (সোনারুল)। আলাউদ্দীন মন্ডল, মিজানুর রহমান, আব্দুস ছাত্তার, মামুন,সাহামুদ, ইয়াছিন আলী, রুবেল, আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন (ডিডাফ) মামুন।