শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যায় উপজেলার ইছাখালী এলাকায় যুবদলের কার্যালয়ে কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজন এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে নেতাকর্মীরা কেক কেটে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।এসয়ম কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লা আল মামুন নয়ন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ খা,কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া,৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সাউদ,৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন সহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।