মো: আলাউদ্দিন মন্ডল: রাজশাহীর মোহনপুরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) সকাল ৬ টা ৪২ মিনিট থেকে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন। মোহনপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয় দল-বিএনপি, জাতীয়তা বাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনপুর প্রেসক্লাব, সাব-রেজিস্টার অফিস, দলিল লেখক সমিতিসহ উপজেলার সকল স্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণg শেষে একাত্তরের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ওy মোনাজাত করেন। পরে সকাল ৯ টায় পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতান, উপজেলা প্রকৌশলী নুরুন নাহার, কৃষি অফিসার কামরুল ইসলাম, যুব কর্মকর্তা সঈদ আলী রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, ওসি তদন্ত আছের আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ মোহনপুরের সাধারণ জনগণ।