মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী: ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যাুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মোহনপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পুরাতন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। স্মরণ সভায়, জুলাই-আগস্টে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যাুত্থানে মোহনপুরে আহত শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা নূর-নবী, মোহনপুর থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মা. জিএএম আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ভাতুড়িয়া গ্রামের বাবুল মেম্বারসহ সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল ও গন্যমান্য ব্যক্তিবর্গ।