মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মেঘনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল মালেক এর মেজো ছেলে আব্দুল্লাহ মাহদী আইনান (মাহিন) ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল আবৃত্তি সংসদ আয়োজিত “কবি জীবনানন্দ দাশ স্মারক আবৃত্তি প্রতিযোগিতা – ২০২৪” এর ফাইনাল পর্বে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে আইনান মাহিন। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের প্রাদক্ষ কাজী মাহবুবুল হক স্বপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ তৌহিদুল ইসলাম, স্যার এ এফ রহমান হলের আবৃত্তি সংসদ এর সভাপতি ওয়াজীহ তাওসাফ এর সভাপতিত্বে ও স্যার এ এফ রহমান হলের আবৃত্তি সংসদ এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সবুজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আগত প্রতিযোগীরা সহ আরো অনেকেই। উল্লেখ্য প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ, মডারেটর ও সভাপতি/সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। মাহিনের এই বিজয় মেঘনা বাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল মালেক এবং ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।