গত সোমবার (১ এপ্রিল) উপজেলার গোবিন্দপুর সেননগর বাজারের শোভন মেডিকেল হলে পরিদর্শনকালে অনৈতিকভাবে রোগী প্রেসক্রাইব করা,যথেচ্ছ ভাবে এন্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগ করা, অনুমোদন ছাড়া বেবি ফুড বিক্রয়সহ নানাবিদ অপকর্ম পরিলক্ষিত হয়। পরে মৌখিকভাবে তাদেরকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে এবং ৭ কর্ম দিবসের মধ্যে সকল কাগজপত্র অফিসে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়াও গোবিন্দপুর বাজারের মিষ্টির দোকান গুলো পরিদর্শন করা হয় এবং কৃত্রিম ফুড কালার ব্যবহারে নিষেধাজ্ঞা জোরদার করা শেষে গোবিন্দপুর সাব সেন্টার পরিদর্শন করেন ডাঃ সায়মা রহমান। পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডক্টর নাফিসা তাবাসসুম, স্যানেটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিলসহ অন্যরা। এসময় ডাঃ সায়মা রহমান বলেন মেঘনার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমার অভিযান চলমান থাকবে, এবং আমার পক্ষ থেকে যা যা করণীয় সব করে যাব।