মেঘনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময়

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষে উপজেলার কর্মকর্তা ও সম্ভাব্য প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও সংশোধিত বিধিমালা অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার (৭ এপ্রিল) মেঘনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মমিন মিয়া এর বাস্তবায়নে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কুমিল্লা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মুনীর হোসাইন খান। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেনু দাস এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মেঘনা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, আব্দুস সালাম, মোহাম্মদ নাসির উদ্দীন শিশির, তাজুল ইসলাম তাজ, রমিজ উদ্দিন লন্ডনী, মোঃ মিলন সরকার, মোঃ রবিন নিয়া, মোঃ মহাসিন সোহাগ, মোহাম্মদ আকিল মাহমুদ, দিলারা শিরিন, নাসরিন সুলতানা, গাজী মুক্তা জাহান। প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মুনীর হোসাইন খান বলেন সংশোধিত বিধিমালা মেনে সঠিক শুদ্ধ ভাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন, কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটালে কোন ভাবে ছাড় দেওয়া হবেনা, নির্বাচন নিয়ে কেউ কোনো বিভ্রান্তিকর কথা ছড়ালে বিশ্বাস করবেন না, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *