মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হ্যাপি দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, উপজেলা শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, দারিদ্র বিমোচন অফিসার মতিউর রহমানসহ সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।