মেঘনায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও নগদ অর্থসহ আটক ৫

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামের বগাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বসতঘর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪ পিস ইয়াবা, ১৫,৪৯০ টাকা নগদ অর্থ, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ।আসামিরা হলেন- ওই এলাকার আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮)। এছাড়া আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)। হোমনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। এ অভিযান শেষ হয় সকাল সাড়ে ৭টায়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছি। উদ্ধারকৃত মাদক ও আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *