মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে একত্রিশবার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙ্গের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, মেঘনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ, মেঘনা উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। কর্মসূচির মধ্যে ছিল, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিয়ে বিভিন্ন প্রদর্শনী, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবস উপলক্ষে ৭ টি স্টল সমৃদ্ধ বিজয় মেলা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপজেলা নির্বাহী অফিসার হ্যাপি দাস এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মা রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, দারিদ্র বিমোচন অফিসার মতিয়ার রহমানসহ সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।