শনিবার (৩০ মার্চ) সাড়ে ৬টার দিকে উপজেলার জয়পুর গ্রামের মানিকারচর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজমনি ওরফে রাকিব হোসেন (২৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন খালিয়াচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত আনাছ মিয়া (৩০) একই এলাকার হান্নান মিয়ার ছেলে ও জাহাঙ্গীর আলম (৪৯) উপজেলার সেননগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানা যায়, তারা একই মোটরসাইকেল যুগে চন্দনপুর থেকে মানিকারচর বাজার যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন দৌড়ে এসে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. কায়ানাত রাকিবকে মৃত ঘোষণা দেয় এবং গুরুতর আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান ভোরের কাগজকে বলেন, আমি খোঁজ নিয়েছি। ১ জন নিহত হয়েছে ও অপর ২ জনকে মুমূর্ষু অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছে। তিনি আরও বলেন- আমি অন্তত মেঘনাবাসিকে অনুরোধ করে বলছি, কেউ একসঙ্গে একাধিক লোক নিয়ে মোটরসাইকেল চালাবেন না।