মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা উপজেলায় বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সংবাদকর্মীসহ দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) ১২টায় মেঘনা উপজেলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা মোড় পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সরে জমিনে দেখা যায় , সকাল থেকে বাসস্ট্যান্ডের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মিথ্যা প্রত্যাহার ও স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিএনপির কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া'র নেতৃত্বে সেলিম ভুঁইয়া সমর্থিত নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অবস্থান নেন। অপরদিকে মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নিলে এক সময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, ১০ মিনিটের মধ্যে উল্লেখিত এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এবং এই সংঘর্ষে দুপক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। এদিকে মেঘনা উপজেলায় কর্মরত সাংবাদিক মিজানুর রহমান ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হয়ে আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।