মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মেঘনা থানা অফিসার ইনচার্জ, মেঘনা নৌ পুলিশের আইসি, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিরা সহ ইউনিয়ন চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উদ্যোগে যারা বালু উত্তোলন করে আসছিল তাদের সকল গ্রুপকে নিয়ে বসে স্থায়ী ভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় বালু উত্তোলনকারীরা তাদের ভুল স্বীকার করেন এবং অঙ্গীকারনামা দিয়ে যান, আজ থেকে কখনোই চালিভাঙ্গা ইউনিয়নের, নলচর, রামপ্রসাদের চর, চালিভাঙ্গা, মহিষারচর সহ কোন স্থান থেকে বালু উত্তোলন করা হবে না। এবং কোন পক্ষ বালু কাটতে পারবেনা। নিজেরাও কাটবেনা এবং অন্যজনকেও কাটতে দেবে না। যদি কেউ উত্তোলন করে তবে সবাই মিলে তা প্রতিহত করা হবে। পরে সভার সকলের ঐক্যমতে অভিযুক্তরা স্ব -স্ব স্বাক্ষর করে বালু না কাটার অঙ্গীকার দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের, নলচর, রামপ্রসাদের চর, চালিভাঙ্গা, মহিষারচর সহ ওই এলাকার বিভিন্ন স্থানে, দিনে এবং রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। আর এগুলোর নেতৃত্ব দেন বিভিন্ন দলের এলাকার ক্ষমতাসীন নেতাকর্মীরা। প্রতিবছরই প্রায় এই অবৈধ বালুমহলের কারণে নদী গর্ভে বিলীন হয় অসহায় সাধারণ মানুষের ফসলি জমিসহ ঘরবাড়ি। এবং এই বালু মহলকে কেন্দ্র করে বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, এমনকি মাথায় কাফন বেঁধেও প্রতিবাদ করা হয়। গত কিছুদিন আগে প্রতিবাদ করতে গিয়ে বালু খেকুদের মামলার শিকার হন শিক্ষার্থী সাংবাদিক সহ আরো অনেকেই। এরপরই ফুঁসে উঠে এলাকাবাসী সহ মেঘনাবাসি বালুকাটা বন্ধে শুরু হয় একের পর এক কর্মসূচি। টনক নড়ে উপজেলা প্রশাসন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর, কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান সহ মেঘনাথ ছাত্র প্রতিনিধিরাও বিভিন্ন মহলের কাছে জোর দাবি তোলেন অবৈধ বালু মহল বন্ধের দাবিতে। এরই ফলশ্রুতিতে আলোচনার মাধ্যমে এই অঙ্গীকারনামা অনুষ্ঠিত হয়।