মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লার মেঘনা উপজেলায় প্রায় সাড়ে তিন বছর পর খুনের আসামী (বিদেশ ফেরত) মো. ইব্রাহীম মিয়া (২৩)কে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। জানা যায় চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলার ৮ নং আসামী মো. ইব্রাহিম হত্যাকাণ্ডের পর পর বিদেশে পাড়ি জমান দীর্ঘ সাড়ে তিন বছর পর দেশে আসলে ওয়ারেন্টের এই আসামিকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। আসামি ইব্রাহীম মিয়া চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের সামছুল হক ওরফে ধনা মিয়ার ছেলে। আজ (৪ এপ্রিল, ২০২৪) বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে পুলিশ পরিদর্শক মো. সামছুদ্দৌহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।উল্লেখ্য, ২০২০ সালের ১২ই নভেম্বর দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন ডাঃ মহিউদ্দিন । বিরোধ মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিসে বসা অবস্থায় প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হলে তারা দাড়ালো অস্র দিয়ে মহিউদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে ২০২০ সালের ১৪ই নভেম্বর মহিউদ্দিনের স্ত্রী মাফিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাত ১৮/২০ এবং ৮নং আসামি ইব্রাহীমসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা আসামিকে সকালে জেল হাজতে প্রেরণ করে দিয়েছি।