মেঘনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) “প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে, মেঘনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” উপলক্ষে ৩৮টি প্রদর্শনী স্টল সম্বলিত চারদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। চারদিনব্যাপী এই মেলার দেশব্যাপী একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্টল প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস। উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে ১৯ এপ্রিল শুক্রবার বড়কান্দার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচী, ২০ এপ্রিল শনিবার মহেশখোলা দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে কৃমিনাশক বিতরণ কর্মসূচী, ২১ এপ্রিল রবিবার দারুস সুন্নাহ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ওএতিমখানা, রহমত নগর, স্কুল ফিডিং কর্মসূচী, ও দক্ষিণকান্দি মেঘনা মডার্ণ স্কুল প্রাঙ্গণে কৃষক/খামারী প্রশিক্ষণ বাস্তবায়ন শেষে ২২ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে মেলাটি। বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন এর তত্বাবধানে উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার ডা. আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তামান্না দিলশাদ রিমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সমির সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানসহ সরকারী বেসরকারি কর্মকর্তা-কর্মচারী মেলায় অংশগ্রহণকারী প্রদর্শনকারী প্রমুখ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *