মেঘনায় নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত।

মো. শহিদুজ্জামান রনি: সারা দেশের ন্যায় কুমিল্লার মেঘনায় নানা আয়োজনে আনন্দ ও উদ্দীপনার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ১২ই রবিউল আউয়াল বাদ জোহর পর্যন্ত জশনে জুলুস, ইসলামী আলোচনাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র এই দিনটি উদযাপন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মেঘনা থানা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান চিশতীর নেতৃত্বে মেঘনা-হোমনা-তিতাসসহ বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হাজারো মুসল্লির অংশগ্রহণে জশনে জুলুস বা দা’ওয়াতী র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি মেঘনা উপজেলা পরিষদ চত্ত্বর হতে মানিকারচর বাজার হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব হযরত মনির উদ্দিন মুন্সী শাহ এর মাজার শরীফে গিয়ে শেষ হয়। দা’ওয়াতী এই র‍্যালীতে আশেকে রাসুলদের হাতে হাতে ছিল সকল হারাম বর্জনসহ জঙ্গীপনা মুক্ত দেশ জাতি তৈরির উদ্বুদ্ধকরণ ফ্লাগ-আর্ট ও ব্যানার। পরে আল্লাহপাক এবং উনার প্রিয় হাবীব হুজুর পাক (সা.) উনার সন্তুষ্টির লক্ষ্যে নামাজ, পবিত্র কোরআন শরিফ হতে তিলাওয়াত, জিকির, মিলাদ-ক্বিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল-আক্বীদা সম্পর্কে আলোচনা শেষে তাবারুক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেঘনা থানা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান চিশতী, সাধারণত সম্পাদক মোঃ মালেক আকন্দ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, সদস্য বোরহান উদ্দিন, মাঈন উদ্দিন চিশতী, নুরুল ইসলাম মাষ্টার, রমজান ভূঁইয়া প্রমুখ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *