মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এর প্রথম সভা ও আইনশৃঙ্খলা, সমন্বয় সভা অনুষ্ঠিত। রবিবার (২ জুন) ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কুমিল্লা ২) হোমনা-মেঘনা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: আবদুল মজিদ। উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, ২২ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আড়ং (আরএমও) ডাঃ কামরুল নাহার কলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী ওহিদুল ইসলাম সিকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান (মজিব), মাইন উদ্দিন মুন্সি তপন, ফারুক হোসেন রিপন, হুমায়ুন কবির, এবাদত উল্যাহ, মো. জাকির হোসেন, মো. সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সকল সদস্যবৃন্দ প্রমুখ। উল্লেখ্য সভার আলোচ্য বিষয় ছিল নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দকে বরণ করা, বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, উপজেলা পরিষদের স্থায়ী কমিটি গঠণ সংক্রান্ত আলোচনা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠণ সংক্রান্ত আলোচনা, নতুন সার্কুলার, প্রজ্ঞাপন, আইন বিধির সংশোধন/ অগ্রগতির জন্য উপস্থাপন, বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা, ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির সংক্রান্ত আলোচনা, উপজেলা “সমন্বিত উন্নয়ন উদ্যোগ” বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা, ইনফো সরকার-৩ প্রকল্প সংক্রান্ত আলোচনা, বিবিধ।