গতকাল শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় ইফতার ও দোয়ার আয়োজনের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মারকাজুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহ্তামিম মাওলানা মোস্তফা কামাল জেহাদীর সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠানের মুহ্তামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন গাজীর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানীর জামিয়া ফয়েজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহ্তামিম মুফতি হোসাইন আহমাদ দাঃবাঃ। হাফেজ সাইফুল ইসলাম বাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন—, মাওলানা আবু মুসা আশরাফী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আখতার কামাল, মাওলানা কাউসার আহমেদ, মাওলানা ইব্রাহীম, মাওলানা নেয়ামত উল্লাহ কাশেমী। অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন—মেঘনা উপজেলা প্রতিনিধি মানবজমিনের মো. শহিদুজ্জামান রনি, প্রতিদিনের বাংলাদেশ ও বিজয় টেলিভিশনের মো. জাহাঙ্গীর আলম, আমাদের নতুন সময়ের মো. ইমাম হোসেন ও ভোরের কাগজের মো. ইব্রাহীম খলিল মোল্লা, বাংলার দূত পত্রিকার এমরান হোসেন রিটনসহ অন্যরা। উল্লেখ্য, আধুনিক শিক্ষার সমন্বয়ে 'দারুত্ তাহ্ফিজ ইন্টাঃ হিফজ ক্যাডেট মাদ্রাসায় বিভিন্ন বিভাগে রয়েছে—প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানী কিন্ডারগার্টেন ও ১ বছর মেয়াদি আদর্শ নাজেরা বিভাগসহ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ।