মেঘনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই গাড়ি চলাচল, দুর্ঘটনার আশঙ্কা

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় থানা সংলগ্ন একটি ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। থানা থেকে প্রায় ৫০ মিটার সামনে থাকা এই ব্রিজটি ভারী যানবাহন চলাচলের কারণে মাঝখানে গর্ত হয়ে পড়ায় ব্রিজটি যান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন মেঘনা-হোমনা-তিতাসসহ বিভিন্ন স্থানের শত শত গাড়ি চলাচল সহ হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করেন। ভারী যানবাহনের চাপের কারণে ব্রিজের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ইতোমধ্যেই ব্রিজ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে তা ব্যবহার করছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোসা. সাবরীন মাহফুজ বলেন, ব্রিজটি মেরামতের জন্য আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে মেরামতের কাজ শুরু হবে বলে আশা করছি। স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত মেরামতের দাবি জানিয়ে বলেন, আমরা চাই, ব্রিজটি দ্রুত সংস্কার করা হোক। তা না হলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। মেঘনা উপজেলার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দ্রুত মেরামত না হলে এলাকাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তবে প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা আশা করছেন, দ্রুত উদ্যোগ নেওয়া হবে এবং দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *