মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর উদ্যোগে এলাকাবাসিকে নিয়ে গরম থেকে বাঁচতে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়। আজ ২৮ এপ্রিল রোববার দুপুর ২টায় জয়পুর গ্রামের ঈদগাহ মাঠে জয়পুর জামে মসজিদের খতিবসহ মুসল্লিদের নিয়ে এই ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। খোলা আকাশের নিচে প্রথমে দু'রাকাত ইসতিসকার নামাজ, খোতবা শেষে পাপ মোচনের জন্য তওবা করে আল্লাহ'র কাছে চোখের পানি ছেড়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন। এসময় মানিকারচর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ মেঘনায়ও তার ব্যাতিক্রম নয়, বাতাসও যেন আগুনের মত, প্রচণ্ড এই তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ভুট্টা, সূর্যমুখী ক্ষেত, ফসল, পশুপাখি কষ্টে আছে। জমিতে কোনো রস নাই। সব কৃষি ক্ষেতের অবস্থাও খুব খারাপ। তাই এই দোয়ার আয়োজন করেছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মেঘনাসহ দেশবাসীকে পরিপূর্ণ করে দেন।