মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় চিরনিদ্রা শায়িত হলেন সাবেক মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক মেঘনা উপজেলা যুবদলের সভাপতি আতাউর রহমান ভূঁইয়ার বাবা। বৃহত্তর রাধানগর ইউনিয়নের সাবেক মেম্বার ও চেয়ারম্যান, বিশিষ্ট, প্রবীণ রাজনীতিবিদ, বেলায়েত হোসেন ভূঁইয়া। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে নিয়ে সাত সন্তানের জনক ও একজন সফল বাবা। বাদ আছর মানিকারচর এল,এল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তাহার শোকাহত পরিবার এর প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করতে মরহুমের জানাজার নামাজে দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।