মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মানিকারচর ইউনিয়ন এর গন অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদ (জিওপি) এর মেঘনা উপজেলা শাখার পেডে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক মোখলেছুর রহমান ও মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব জি এম আক্তার এর স্বাক্ষরিত পেডে উপজেলা আওতাধীন ০২নং মানিকারচর ইউনিয়নের- আগামী তিন মাসের জন্য গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, কামরুল হাসান শুভ। যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, মোঃ স্বপন, মোঃ শাহিন, শাহাজালাল, খাদিজা আক্তার। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, মোঃ শাহিন মিয়া। যুগ্ম-সদস্য সচিব, নির্বাচিত হয়েছেন, ইয়ামিন, শাহা ইসলাম। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, শরিফুল ইসলাম, মোঃ জামাল, মোঃ সাব্বির, মোঃ আমাল, মোঃ মোরসালিন হোসেন, শান্ত দাস, আলামিন হোসেন।