মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় গণ অধিকার পরিষদ (জিওপি) এর মেঘনা উপজেলা শাখা মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ১৬ ডিসেম্বর সোমবার সকালে গণ অধিকার পরিষদ (জিওপি) এর মেঘনা উপজেলার আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব জি এম আক্তার এর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উপজেলার রূপান্তর মেঘনা বাস সার্ভিসের কাউন্টার থেকে বিজয় র্যালী শুরু হয় এবং উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন গণআধিকার পরিষদের মানিকারচর ইউনিয়নের আহবায়ক কামরুল হাসান শুভসহ গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, এর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী প্রমুখ।