মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ভাওরখোলা ইউনিয়ন এর গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ (জিওপি) এর মেঘনা উপজেলা শাখার পেডে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক মোখলেছুর রহমান ও মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব জি এম আক্তার এর স্বাক্ষরিত পেডে উপজেলা আওতাধীন ০৮নং ভাওরখোলা ইউনিয়নের- আগামী তিন মাসের জন্য গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, মো: রতন মোল্লা। যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, মো: বাবুল, মো: ফারুক, মো: সুজন, মো: সজীব। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, শফিউদ্দিন মিয়া। যুগ্ম-সদস্য সচিব, নির্বাচিত হয়েছেন, মো: দেলোয়ার, মো: আজীম, মো: বাদল, মো: রহমতুল্লাহ। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, মো: নুরুল ইসলাম, মো: ফজর আল, মো: ফিরোজ, মো: হৃদয়, মো: রফিক, মো: বাবু, বিকাশ চন্দ্র।