মেঘনায় কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুই ট্রলারসহ আটক ৬৪ জন

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ ও মাটিকাটা শ্রমিকদের সর্দার আবুবকর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৬৪ জনকে আটক করে মেঘনা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জানুয়ারি) সকালে থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাস, সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর সঙীয় ফোর্স। জানা যায় দীর্ঘদিন থেকে চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় ট্রলার দিয়ে কৃষি জমির উপরের স্তর কেটে নিয়ে যায়। এ বিষয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর বলেন দীর্ঘদিন থেকে এমন অভিযোগ আসছে প্রায় প্রতিদিন ভোর সকালে ট্রলারের মাধ্যমে কৃষি জমির মাটি কেটে নিয়ে যায়। এমন সাংবাদের ভিত্তিতে আমরা গোপনে সোর্স লাগিয়ে রাখি, এবং সোর্স আমাদের নিশ্চিত করে পরে আমরা অভিযানে নামি, এই অভিযানে দুটি ষ্টীলের মাটি ভর্তি ট্রলারসহ ৬৪ জন শ্রমিককে আটক করি। ট্রলার দুইটি আপাতত রামপুর লঞ্চঘাটে জব্দ করে রাখা হয়েছে, মাটিকাটা নেতৃত্বদানকারী আবুবকরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং অন্য শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে, নৌ পুলিশের টহল জোরদার করা হবে, প্রয়োজনে নিয়মিত মামলা রুজু করবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *