মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ২০২৪- ২৫ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন শীতকালীন ফসল ও হাইব্রিড সবজির বীজ, সার এবং নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। এই কর্মসূচির মাধ্যমে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন শীতকালীন ফসলের বীজ, হাইব্রিড সবজির বীজ এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি তাদের নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম বলেন, "এই উদ্যোগ কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং কৃষি উৎপাদনে নতুন গতি আনতে সহায়ক হবে।" প্রধান অতিথি ইউএনও হ্যাপী দাস বলেন, "কৃষি হলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এই কর্মসূচি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় আমরা কৃষকদের আরও সহায়তা করতে পারব।" এই পুনর্বাসন কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি উৎপাদনে ফিরে আসতে সহায়তা করা। স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এমন সহায়তা তাদের দুঃসময়ে আশার আলো দেখিয়েছে। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনা, কুমিল্লার তত্ত্বাবধানে এ ধরনের কার্যক্রম কৃষি খাতে টেকসই উন্নয়নের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।