মেঘনায় এজেন্ট ব্যাংকিং থেকে টাকা উত্তলনে গ্রাহকের ভোগান্তি

মো.শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা উপজেলার ‘সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং মহেশখোলা ব্রাঞ্চে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। প্রবাসীদের অর্থ পাঠানোর পর এই এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের প্রাপ্য টাকা দিতে পারছেনা বলে জানা যায়। এমনই একজন ভুক্তভোগী মোসা. মাহফুজা নামে আমাদের এই প্রতিনিধিকে জানান, আমার ছেলে মো. আশরাফুল মালয়েশিয়া প্রবাসী কিছুদিন পূর্বে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠিয়েছে। পরে আমি এই টাকা উঠানোর জন্য একাধিকবার ওই ব্রাঞ্চে গেলে দায়িত্বরত কর্মকর্তারা আজ নয় কাল বলতে বলতে আমাকে রিতীমত ঘোরাচ্ছেন। শুধু আমাকেই নয়, ভুগতে হচ্ছে আমার মতো অনেকেরই। কথা হচ্ছে, আমার টাকা আমি সময়মত পাবো না কেন! এটা আমি আপনাদের কাছে জানতে চাই? এদিকে কয়েকজন ভুক্তভোগী জানান, বিদেশ থেকে টাকা পাঠালে আমরা বাজার-সদাই করতে পারি। আর না হয় না খেয়ে থাকতে হয়। পাঠানো এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখন আমরা আমাদের ন্যায্য টাকা ব্যাংক থেকে তুলতে না পেরে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন কাটাচ্ছি। এ বিষয়ে এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মাকসুদা বেগমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা দিচ্ছে না। যদি টাকা দেয় তাহলে গ্রাহকের টাকা আমরা দিয়ে দেবো। তবে মাহফুজার মতো অনেক গ্রাহকেরা ভুগছেন বলে স্বীকার করেন তিনি।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *