মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন আগামী ৮ মে। আজ বুধবার (১৭এপ্রিল) কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুলাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ ও মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রমিজ উদ্দিন লন্ডনী। ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মোঃ রবিন মিয়া, আবুল কালাম, মোহাম্মদ আকিল মাহমুদ, মোঃ খলিলুর রহমান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, নাসরিন আক্তার, হালিমা আক্তার ও মুক্তা জাহান।