মো. শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় গত (২৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উপজেলা পরিষদ এর সম্মুখে উপজেলা নির্বাহী অফিসার জনাব রেনু দাস এর বিরুদ্ধে মেঘনা নাগরিক সমাজ নামীয় ব্যানারে কথিত মানববন্ধন করা হয়। (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মেঘনা উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । এ সময় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রেনু দাস এর বিরুদ্ধে মেঘনা নাগরিক সমাজ নামীয় ব্যানারে কথিত মানব বন্ধনে উল্লেখ করা হয় মেঘনা উপজেলা হতে ভাটেরচর পর্যন্ত প্রধান সড়ক মেরামতে অসহযোগিতা করা, আওয়ামী নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দাতা ও ভারতীয় RAW এর এজেন্ট মর্মে অভিযোগ আনা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদেশ্যমূলক।রাস্তা মেরামতের জন্য রোলার চেয়ে না পাওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু প্রকৃত পক্ষে রোলার এর জন্য কারো পক্ষ থেকে কোন প্রকার চাহিদা দেয়া হয়নি।এছাড়া আওয়ামী নেতা কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার যে অভিযোগ আনা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। জনাব রেনু দাস মেঘনা উপজেলায় যোগদানের পর হতে অদ্যাবধি কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেননি। দেশের প্রচলিত আইন ও বিধি মোতাবেক দাপ্তরিক কার্যক্রমসহ সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে ভারতীয় RAW এর এজেন্ট হিসেবে যে অপবাদ দেয়া হয়েছে তাও সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। উপজেলা নির্বাহী অফিসার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ওনার বিরুদ্ধে এই ধরণের মিথ্যা অপবাদ ও হয়রানি মূলক মানববন্ধন করা হয়েছে। এ বিষয়ে মেঘনা উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।