মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় কৃষকের ফসলি জমি নষ্ট করে, গ্যাস সংযোগের বিরুদ্ধে মেঘনা উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর শনিবার সমগ্র মেঘনায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জানা যায় গত সরকারের আমলে ফরিদপুর একটি জেলার জন্য মেঘনা উপজেলার উপর দিয়ে কৃষকের ফসলের জমি বিনষ্ট করে গ্যাস লাইন নেওয়া হচ্ছে। মেঘনার বুক দিয়ে গ্যাস যাবে অথচ মেঘনার মানুষ গ্যাস পাবেনা এরই প্রতিবাদে ও মেঘনাবাসি গ্যাস সংযোগ পাওয়ার দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। মেঘনাবাসির ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দল মত নির্বিশেষে ২৮ তারিখের হরতালকে সফল করার জন্য, সকলের নিকট অনুরোধ করেছেন মেঘনা উপজেলা নাগরিক সমাজ।