মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা উপজেলার মেঘনা নদীতে অবৈধ ঝোপঝাড় নিরসনে যৌথ অভিযান চালিয়েছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ও উপজেলা মৎস কার্যালয়। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মৈশ্যেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করে ৯টি বানা- ঝোপঝাড় অপসারণ করা হয়। এ বিষয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এ.কে.এম আলমগীর জাহান ভোরের কলামকে বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ঝোপঝাড় নদীতে কেউ বসাতে পারবে না। তাছাড়া এই অবৈধ ঝোপঝাড় গুলো উচ্ছেদ করতে হলে বেশ সময় লাগবে। তবে অভিযান পরিচালনা করাকালীন বিভিন্নভাবে অনেক জায়গায় বাঁধার সম্মুখীন হতে হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ মৃধা, আরও উপস্থিত ছিলেন- ফাঁড়ির এস আই মো. আতিকুর রহমান, এএসআই মো. আওলাদ হোসেন, নায়েক মো. উজ্জল মিয়া, কনস্টেবল জুবায়ের হোসেন, কনস্টেবল কুসুমদেবসহ দুইজন মাঝি ও একজন শ্রমিক।