প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
মেঘনায় অটো গাড়ি চুরিতে দিশেহারা অটো চালকরা
মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় প্রতিদিন প্রায় কোথাও না কোথাও অটো গাড়ি বা অটো গাড়ির ব্যাটারি চুরি হচ্ছ।
এই চুরিতে কিস্তির টাকা দিয়ে বা ঋণের মাধ্যমে কেনা অটো হারিয়ে দিশেহারা অটো চালকরা। জানা যায় গত (২১ মার্চ) বৃহস্পতিবার রাত একটায় সাতানি গ্রামের মঙ্গল মিয়ার গাড়ি নিয়ে যায়, এদিকে গত (২৯ মার্চ) শুক্রবার রাত ১০ টা হতে ভোর ৫ টার মধ্যে কোন এক সময় বড়কান্দা কান্দারগাঁও গ্রামের সামিমের একটা গাড়ি চুরি হইছে। একাধিক অভিযোগ থাকলেও কোন সুরাহা পাচ্ছে না অসহায় অটোচালকরা, দিন দিন বেড়ে চলেছে ওটার চুরি ও অটোর ব্যাটারি চুরি। ভুক্তভোগী মঙ্গল মিয়া বলেন ২০ হাজার টাকা কিস্তির মাধ্যমে আমি এই অটো গাড়িটা কিনেছিলাম, এখন না কিস্তি দিতে পারতেছি না সংসার চালাতে পারতেছি, আমি অসুস্থ মানুষ কি কষ্ট জীবনযাপন করছি দেখার কেউ নাই। মেঘনা থানা প্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন এ পর্যন্ত যে অভিযোগ গুলো করা হয়েছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে চেষ্টা করতেছি উদ্ধার করার জন্য আশা করি উদ্ধার হবে, অটোচালক ভাইদের প্রতি অনুরোধ যেখানে গাড়ি রাখবেন যেন নিরাপদ স্থানে গাড়ি রাখেন।
Copyright © 2024 . All rights reserved.