মিরপুরে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর ২৫ বোতল ফেনসিডিল আটক-০১

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) বিকেলের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মৌলভী বাহারা গ্রামের আলিম মোল্লার ছেলে ইনায়েত মোল্লা (৩৫)। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম-সেবা) স্যারের দিকনির্দেশনায় মিরপুর থানার এসআই দীপন কুমার এবং এএসআই শাজাহান সঙ্গীয় ফোর্সের বিশেষ চেকপোস্ট পরিচালনা কালে আসামিকে ২৫ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এনায়েত মোল্লার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।আগামীকাল তাকে কোটে নেওয়া হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *