মালদ্বীপে বি,এফ,সি টিমের জার্সি বিতরণ অনুষ্ঠিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: ফুটবল প্রেমিকরা থেমে নেই প্রবাসেও, খেলাধুলায় মালদ্বীপে এগিয়ে আছে প্রবাসী বাংলাদেশিরা। গতকাল মালদ্বীপের রাজধানীর মালের টিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১১ টায় বি এফ টিমের এ জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়। শত ব্যস্ততার মাঝেও কাজের ফাকে প্রবাসের মাটিতে দেশের শুনাম রাখতেই আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন টিমের স্পন্সর ও ম্যানেজার সোহাগ আহমেদ রবীণ। জার্সি বিতরণের সময় সকলের উদ্দেশ্যে টিম পরিচালক আফরানুল হক আশিক ও মোহাম্মদ সাগর বলেন প্রবাসের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে, সকল প্রবাসীদের কে আনন্দ দিতে আমরা মালদ্বীপ শ্রীলংকা ইন্ডিয়া পাকিস্তান সহ বিভিন্ন টিমের সাথে বিভিন্ন টিমের আয়োজন করে থাকি এবং খেলোয়াড়দেরকে খেলার মাধ্যমে শরীরচর্চায় আকৃিষ্ট করতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী এ বিষয়ে সকল প্রবাসী আমাদের পাশে থাকবে। এ সময় টিমকে সুনামের সাথে এগিয়ে নিতে সকলের ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেন বি এফ সি,টিমের ক্যাপ্টেন মোহাম্মদ পারভেজ। এ সময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবাসী পেশাজীবী মোঃ রাব্বি মোঃ রেদোয়ান মোঃ শামিম মোহাম্মদ কবির হোসেন মোঃ হৃদয় হাসান অনিক সহ টিমের সকল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *