মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: ২য় বারের মতো সি আই পি নির্বাচিত হওয়ায় মালদ্বীপের মিয়ান্জ ইন্টারন্যাশনাল গ্রুপ এর চেয়ারম্যান ও মালদ্বীপে অবস্থিত এমআই কলেজের পরিচালক আহমেদ মোত্তাকি কে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সোহেল পারভেজ। বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মাননা ও সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এর হাত থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে শিল্পখাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী (অনিবাসী বাংলাদেশী) ক্যাটেগরীতে এবং ২০২৩-২৪ অর্থবছরে বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক (অনিবাসী বাংলাদেশী) ক্যাটেগরীতে মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিয়ানজ ইন্টারন্যাশনাল গ্রুপ এর চেয়ারম্যান আহমেদ মোত্তাকি বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।