মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে রূপগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেয়নায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার (১৬ নবেম্বর) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দেবই মাদ্রাসা মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. হেলাল উদ্দিন। দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সহসভাপতি আহসানউল্লাহ মাষ্টার, কায়কোবাদ পাশা, সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, ক্রীড়া সম্পাদক আরফান ভুইয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেলসহ আরো অনেকে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *