মদিনার জামাত কামাল্লার পীর সাহেব হুজুরের আশু-রোগমুক্তি ও সুস্থতা কামনায় মালদ্বীপে দোয়া মাহফিল

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক, সম্পন্ন অরাজনৈতিক দ্বীনি সংগঠন মদিনার জামাত কামাল্লা দরবারের সম্মানিত পীর, পীরে কামেল আমিরে শরীয়ত শাহ্শুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার হুজুর গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হসপিটালে ভর্তি আছে শুনে তাহার সুস্থতা ও আশু-রোগমুক্তি কামনা করে প্রচুর বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দোয়া মাহফিলের আয়োজন করেছে মদিনার জামাত মালদ্বীপ শাখা। গতকাল পহেলা জানুয়ারি রোজ বুধবার স্থানীয় সময় রাত নয়টায় মালদ্বীপের রাজধানী মালের চান্দিনা মাগু জালালুদ্দিন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়ে অলি আউলিয়াদের তাৎপর্য ও গুরুত্বের বিষয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন মালদ্বীপ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা সভাপতি ক্বারী আঃ আজিজ, সহ অন্যান্য ওলামায়ে কেরাম। মাহফিলে পীর সাহেব হুজুরের সুস্বাস্থ্য কামনায় পবিত্র ফাতেহা, দোয়া ইউনুস, দুরুদ মিলাদ, জিকির আজকার শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক মোঃ আল আমিন। ও সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল মুহাম্মদ সিদ্দিকুর রহমান মোঃ বাবুল মিয়া, দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন মোঃ দুলাল হোসেন মোঃ ইকবাল মোঃ রমো মিয়া মোঃ ইয়াসিন মিয়া মোঃ রাজিব সহ আরো অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরিশেষে তাবারুক বিতরনের মাধ্যমে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *