ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ধর্মীয় দাঙ্গা সৃষ্ঠির প্রয়াসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সকল ধর্মালম্বীদের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ থানা মোড় চৌমাথায় অনুষ্ঠিত এ সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয় হিন্দু, বৌদ্ধ , খৃষ্টান কল্যান ফন্টের নেতৃবৃন্দ এবং বি এন পি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার রিমন কুমার তালুকদার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম ডাবলু,হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যান ফন্টের আহবায়ক দেবাশীষ চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, খৃষ্টান নেত্রী এ্যামিলি হেব্রম, শিক্ষিকা তনু রায়,গীতা রানীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মাবল্বীরা মিলে মিশে বসবাস করে। আমরা ধর্মীয় কৃষ্টি কালচারে এক ধর্মের প্রতি অন্য ধর্মাবল্লীরা মিলে মিশে উৎসব পালন করে থাকি। এ দেশের ধর্মীয় বিভেদ সৃষ্টি করার জন্য বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। এ সমাবেশ শেষে একটি সম্প্রীতির র‌্যালী গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *