আশরাফুল ইসলাম গাইবান্ধা: গত ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি- বৈঠার আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬ জন জামায়াত শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা আয়োজনে ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে সাদুল্লাপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ এরাশাদুল হক ইমনের সভাপতিত্বে ও সেকেটারী মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বিশাল বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুল করিম সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু , জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ওমর সানি আকন্দ। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বক্তারা, ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি- বৈঠার আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬ জন জামায়াত শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান ও খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন।