বিচারপতির কাছে চাঁদা দাবি করায় ফুলছড়ি যুবদল নেতা গ্রেফতার

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ জানুয়ারি বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকতারুজ্জামান আক্তার হোসেন ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। সে ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ হাফিজুর রহমান জানান, দুপুরে বিচারপতি জনাব খুরশীদ আলম বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গ্রেফতারকৃত আক্তার হোসেন এর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *