বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন বরগুনা জেলা প্রশাসক

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার: বরগুনায় নিত্যপণ্য ও দ্রব্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ মানুষের তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজার মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২৩ অক্টোবর) ১২টায় বরগুনা পৌর শহর বাজারে জেলা টাস্কফোর্স এর নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে স্থানীয় হাট বাজার, বৃহৎ আড়ৎ,গোডাউন,কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের বাণিজ্য কেন্দ্রসহ অন্যান্য স্থানসমূহ পরিদর্শন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে মনিটরিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম । তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয় বিক্রয় এবং সরকারের নির্ধারিত দ্রব্যমূল্য ও সকল ধরনের পণ্যের মূল্য সহনশীন পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। শেষে তিনি সাংবাদিকদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *