বাগমারায় চাঁদাবাজ ও জমি-পুকুর দখল নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজ ও জমি-পুকুর দখল ও মাছ লুটের ঘটনার সঙ্গে জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজশাহীর বাগমারায় সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার যাত্রাগাছি বাজারে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা সংবাদ সম্মেলন করে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দখল হওয়া জমি ও পুকুরে ইজারাদার ও জামায়াত নেতা গোলাম মোস্তফা। তিনি অভিযোগ করেন, ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুনসুর ব্যক্তিমালিকানা তাদের পুকুর দখল করে নিয়েছেন। এক কাজে তিনি ব্যবহার করেছেন আওয়ামী লীগের তৈরী জালাল উদ্দিনের হেলমেট বাহিনী। যারা গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিল হামলা করেছিল। এই হেলমেট বাহিনী দিয়ে গত ৭ ও ২১ আগস্ট দুই দফায় পুকুরের কয়েক লাখ টাকার মাছ লুট করে। এছাড়াও গত ১৫ আগস্ট রাতে ওই হেলমেট বাহিনী পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকা মাছ নিধন করে এবং কেয়ারটেকার রায়হানের বাড়িতে হামলা করে ভাংচুর চালায়। কিন্তু বিএনপি নেতা কামাল হোসেনে চাপে পুলিশ কোন মামলা নেয়নি। ফলে তাদের হুমকি ধামকিতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমির মালিক ও মারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহজামাল, তারেক রহমান প্রজন্ম দলের ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউর রহমান এবং জামি-পুকুরের ইজারাদার ও গোয়ালকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিল্টন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *