বরগুনায় ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ৮ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। নবাগত পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পিপিএম সেবা বরগুনায় যোগদানের পর মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী একটি বিশেষ অভিযানের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় শনিবার রাত পৌনে নটায় এসআই মো: সোহেল রানা ও এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে ৮নং বরগুনা সদর ইউনিয়নের বরগুনা-নিশানবাড়িয়া মহসড়কের গ্রামীণ ব্যাংকের সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন পুলিশের একটি চৌকস দল। চেকপোস্ট অতিক্রম কালে কাকলী আক্তার কলি (৩২) নামে একজনকে ৮ কেজি গাঁজা ও ৫০ প্যাকেট চাপাতাসহ আটক করা হয়। ধৃত কাকলী বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের মোঃ বেল্লাল বয়াতীর স্ত্রী। বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম জানান, ধৃত কাকলী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে। বিভিন্ন সময় অভিনব কায়দায় মাদক দ্রব্য এনে সে মাদকের কারবার করে যাচ্ছে। উদ্ধারকৃত গাঁজা তিনি কুরিয়ারের মাধ্যমে এনেছিলো। এই মাদক দ্রব্য কোথেকে এসেছে এবং এটা কোথায় নিয়ে যাচ্ছিলো সে বিষয়গুলি জানার জন্য আমাদের একটা টিম কাজ করছে। তিনি আরও জানান, কাকলীর স্বামী মোঃ বেল্লাল বয়াতী বর্তমানে একটি হত্যা মমলায় বরগুনা কারাগারে আছে। আটককৃত কাকলীর বিরুদ্ধে এসআই মোঃ মাসুদরানা বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *