মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুনা রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)-এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ জুলাই) দুপুরে বরগুনা পৌরসভা হল রুমে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিআরইউ এর সভাপতি মাহবুবুল আলম মান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এছাড়াও এসময় বিভিন্ন রাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃত্ব সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় এখন টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জিয়াদ মাহমুদের সঞ্চালনায় বক্তারা মফস্বল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বে মানোন্নয়নের ক্ষেত্রে বরগুনা রিপোর্টার্স ইউনিটির ভূমিকা তুলে ধরেন। সংগঠনটির সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, অপসাংবাদিকতা রোধ ও মফস্বল সাংবাদিকতার কল্যাণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ২০১৩ সালের ১ জুলাই বরগুনা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সদরের থানাপাড়া কার্যালয়ে সংগঠনটি তাদের সকল কার্যক্রম পরিচালিত করে আসছে।