বরগুনায় পুলিশের অভিযানে ১০৫ গ্রাম গাজাঁসহ গ্রেফতার এক

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম সেবা, মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০২৪ বরগুনা জেলার তালতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই (নিঃ) গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা জেলার তালতলী থানাধীন ৫নং বড়বগী ইউপিস্থ পাজরাভাঙ্গা থেকে আসামী মোঃ মজিবুর রহমান (৩৮), পিতা-আঃ মজিদ হাওলাদার, সাং-পাজরাভাঙ্গা, থানা-তালতলী, জেলা-বরগুনাদ্বয়কে ১০৫(একশত পাঁচ) গ্রাম গাজাঁসহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১০,৫০০/-টাকা। তালতলী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম মিলন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *